
নবীগঞ্জ উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ১৩টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উন্মুক্তভাবে প্রকাশ্যে আবেদনকারীদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়।
এতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়স্ত্রক সেলিম হায়দার, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়াসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ জন ডিলার পদের বিপরীতে আবেদন করেন ১১৬ জন। এদের মধ্যে যাচাই-বাচাই করে বৈধ আবেদনকারীদের মধ্যে উন্মুক্তভাবে লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭ জন ডিলার নিয়োগ দেয়া হয়।