
মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার সু প্রসিদ্ধ একটি উপজেলা মাধবপুর। অগণিত কওমি মাদ্রাসা অবস্থিত আছে এই উপজেলায়।
এসব কওমি মাদ্রাসার উন্নয়ন এবং ছাত্র শিক্ষকগণের সুযোগ সুবিধা ত্বরান্বয়ের লক্ষ্যে ২০ জন খ্যাতিমান আলেমের আহবানে মঙ্গলবার সকালে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মুহতামিম হরষপুর মাদ্রাসা, মাওলানা আব্বাস আলী সাহেব মুহতামিম চৌমুহনী মদিনাতুল উলুম মাদ্রাসা, মাওলানা আব্দুল মতিন সাহেব সাতগাঁও মাদ্রাসা, মাওলানা ক্বারী শুয়াইব আহমদ আশরাফী সাহেব মুহতামিম শাজাহানপুর মাদ্রাসা, মাওলানা শাহ গিয়াস উদ্দিন সাহেব সভাপতি ওলামা পরিষদ মাধবপুর, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সিনিয়র সহ সভাপতি ওলামা পরিষদ মাধবপুর, মাওলানা মোহাম্মদ আলী সাহেব চৌমুহনী মাওলানা হারুনুর রশীদ সাহেব মুহতামিম সুলতানপুর মাদ্রাসা। মাওলানা এনামুল হক কাসেমী শাইখুল হাদিস ও শিক্ষা সচিব হরষপুর মাদ্রাসা,মুফতি শফিকুল ইসলাম সাহেব মুহতামিম দেওগাঁও মাদ্রাসা। সর্বসম্মতিক্রমে
মাধবপুর কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ শিরোনামে একটি কমিটি গঠন করা হয় । এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মুহতামিম হরষপুর মাদ্রাসা এবং সভাপতি হিসাবে নির্বাচিত করা হয় মাও: রফিকুল ইসলাম মাদানী,মুহতামীম, রাজাপুর মাদ্রাসা,সাধারণ সম্পাদক হিসেবে হরষপুর মাদ্রাসার শাইখুল হাদিস ও শিক্ষা সচিব মাওলানা এনামুল হক কাসেমী সাহেব ,সিনিয়র সহ সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম।
সহ-সভাপতি হিসেবে মাওলানা মনিরুজ্জামান সাহেব মুহতামিম মৌজপুর মাদ্রাসা,সহকারী সাধারণ সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ নোমানী মুহতামিম দারুল কুরআন মাধবপুর মাওঃ নজরুল ইসলাম মুহতামিম দারুল উলুম তেমুনীয়া
সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম মুহতামিম আজিজিয়া ইসলামিয়া মাদ্রাসা কাসিম নগর কে নির্বাচিত করা হয়।