
গণহত্যা, দমন-পীড়নসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে শুরু হয়েছে দেশ ছাড়ার প্রবণতা। ভারতের অভ্যন্তরে থাকা অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পর, আগস্ট থেকে এই নির্দেশনা আরও জোরালোভাবে বাস্তবায়ন হবে বলে জানা গেছে। এতে গ্রেফতার ও পুশব্যাকের আশঙ্কায় অনেক নেতা দেশ ত্যাগে মরিয়া হয়ে উঠেছেন।
ইতোমধ্যে ৫০ জনের বেশি নেতা ইউরোপ ও আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়লেও বাকিরাও পালানোর প্রস্তুতি নিচ্ছেন। এমন পরিস্থিতিতে দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে অবস্থানরত নেতাদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে যারা দেশে ফিরবেন না, তাদেরকে আটক করে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে।
সরকার আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এসব পলাতক নেতাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনতে পরিকল্পনা গ্রহণ করেছে।