
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়নের চারাভাংগা ও উত্তর সন্তোষপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিবন্ধকতা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী সৈয়দ মুশিরুল হোসাইন (মুশীর) এবং তার সহযোগীরা রাস্তা সংস্কারের কাজ করতে বাঁধা প্রদান এবং গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শারীরিক নিযার্তন চালিয়ে আসছে।
গ্রামবাসী সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের এলাকার রাস্তা সংস্কার কাজ চলমান। কিন্তু একাধিকবার সৈয়দ মুশিরুল হোসাইন এবং তার সহযোগীরা ওই কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারা রাস্তার কাজ থামিয়ে দিয়ে নানা ধরনের ভয়ভীতি দেখায় এবং গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। স্থানীয়দের অভিযোগ, মুশিরুল হোসাইন এবং তার সহযোগীরা গ্রামের নিরীহ বাসিন্দাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মামলা দিয়ে তাদের হয়রানি করছে।
এ বিষয়ে সৈয়দ মুশিরুল হোসাইন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন আদালত দীর্ঘ তদন্ত ও পর্যালোচনা করে গ্রামবাসীর রাস্তা সংস্কার কাজে কোন রকম বাঁধা সৃষ্টি না করতে নির্দেশ প্রদান করেন। কিন্তুু সৈয়দ মশিরুল গংরা আদালতের আদেশকে তোয়াক্কা না করে পূর্নরায় রাস্তা সংস্কার কাজে বাঁধা প্রদান করে আসছে।
স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া জানান, মুশিরুলের আত্মীয় এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে তিনি তার প্রভাব বিস্তার করে এবং গ্রামবাসীদের উপর অত্যাচার ও ভয়ভীতি প্রদর্শন করছে।
এ বিষয়ে, গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে, তারা আইনি পদক্ষেপ নিতে চাইলেও মুশিরুলের প্রভাবের কারণে তাদের অভিযোগ গুরুত্ব পারেনি। এর ফলে তারা বাধ্য হয়ে সহ্য করে যাচ্ছে নানা ধরনের হয়রানি এবং অবিচারের শিকার।
এলাকাবাসীর দাবি, তারা যেন অবিলম্বে ন্যায্য বিচার পান এবং মুশিরুল ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,দ্রুতই বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন, যেন মুশিরুল এবং তার সহযোগীরা তাদের প্রভাবশালী অবস্থান ব্যবহার করে আরও কোনও ক্ষতি সাধন না করতে পারে।