
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলের রেখে যাওয়া গ্যাস খাতের ৮ হাজার ৭০২ কোটি টাকার দেনা পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) গ্যাস কেনা, এলএনজি আমদানি ও টার্মিনাল ভাড়া এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ঋণের সুদ বাবদ এ পাওনা শোধ করা হয়েছে। পেট্রোবাংলা সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত আগস্ট থেকে এ পর্যন্ত গ্যাস খাতে দেনাসহ মোট ৪৫ হাজার ২৫৩ কোটি টাকা পরিশোধ করেছে পেট্রোবাংলা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেনা ছিল ৮ হাজার ৭০২ কোটি টাকা। আইওসি, দীর্ঘমেয়াদি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানি করা এলএনজি সরবরাহকারীর বিল, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং আইটিএফসির ঋণের সুদসহ এই দেনা পরিশোধের শেষ সময় ছিল আগামী জুন। এর আগেই পাওনা শোধ করেছে পেট্রোবাংলা। এতে আইওসি শেভরন ও তাল্লো, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহকারী কাতার এনার্জি ও ওমানের ওকিউটি, স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহকারী কোম্পানিগুলো, এফএসআরইউ এবং আইটিএফসির মেয়াদোত্তীর্ণ পাওনা নেই। পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পেট্রোবাংলাকে ২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। ফলে পেট্রোবাংলার দেনা পরিশোধ সহজ হয়েছে।
পেট্রোবাংলা বলছে, মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধ করায় দেশের ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। স্পট মার্কেটের মাধ্যমে এলএনজি সরবরাহকারীদের পেট্রোবাংলার প্রতি আস্থা বাড়বে। ফলে আমদানির ক্ষেত্রে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং কম প্রিমিয়াম চার্জ করার মাধ্যমে এলএনজি আমদানি খরচ কমে আসতে পারে।