
হবিগঞ্জের মাধবপুরে এক প্রতিবন্ধী থাকার ঘর আগুনেপুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার রাতে উপজেলার গাঙ্গাইল গ্রামে ঘটনা ঘটে।
পরিবারটি এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোশারফ হোসেন জানান গাঙ্গাইল গ্রামের পশ্চিম পাড়ার আলামিন তার প্রতিবন্ধী এক বোনকে নিয়ে জীর্ণ-ঘরটি মাথা গোজার টাই ছিল। রাতে ঘরে আগুন লেগে মালামাল সহ সম্পূর্ণরূপে পুড়ে যায়।। ঘরের কোন মালামাল বের করা সম্ভব হয়নি ।