
কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে যোগসাজশ থাকার অভিযোগে মো. রবিন নামে এক ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার রবিন সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর এলাকার রজব আলীর ছেলে। তিনি লতিবাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সগড়া বিশ্বরোড এলাকায় মুখে কালো কাপড় বেঁধে রোববার সকালে আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নেতাদের বিরুদ্ধে মামলাকে অসাংবিধানিক ও কার্যক্রমকে বেআইনি অভিহিত করে প্রতিবাদ ও স্মারকলিপি লেখা একটি ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল হয়।
অপরদিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যুবলীগের প্রভাব খাটিয়ে রবিন এলাকার নিরীহ লোকজনের জায়গা-জমি জোরপূর্বক দখল করে প্লট ব্যবসা করে প্রচুর টাকার মালিক বনে গেছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রোববার দুপুরে রবিন মেম্বারের যোগসাজশে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়। রবিন ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার সন্দেহভাজন আসামি। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, রোববার বেলা ২টা ৪৩ মিনিটে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিক্ষোভ মিছিলের ওই ভিডিওটি শেয়ার করেন।