
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দালাল ও নারীসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে বারোটায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী মালঞ্চপুর এলাকায় নোম্যান্সল্যান্ডে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে নারীসহ তিন জনকে আটক করেন।
ধৃত ব্যাক্তির হলো, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রসুলপুর গ্রামের মো: ইব্রাহিম আলীর পুত্র মো: সুজন মিয়া (৩৭) ও তার স্ত্রী শীলা খাতুন (২৬) এবং মানব পাচারকারী দলাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের রঙ্গু মিয়ার পুত্র মো: সজীব মিয়া (২৮)।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তিদের মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।