
স্টাফ রিপোর্টারঃ মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে বিশিষ্ট মুরুব্বি আলী মিয়া খাঁনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধ্যা ৬টার আলী মিয়া খাঁনের বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে আলী মিয়া খাঁন এর রুহের মাগফেরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন,সাবেক মেম্বার ছাদেক মিয়া,হামিদ খান,আঃ আউয়াল সর্দার,শামসুল হক সর্দার,শামসুল আলম,ডাঃ আঃ আউয়াল।
পূর্ব আন্দিউড়া জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুল আলম,মোয়াজ্জিম জুম্মান খান রুমানা,বিভিন্ন হাফেজ ও ক্বারী সাহেবরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন গোয়াছনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম।
আলী মিয়া খানের ছেলে মান্নান খান বলেন,আমার বাবা জীবদ্দশায় কোন ভূল করে থাকলে ক্ষমা করে দিবেন। ওনি ২য় রজমানে আমাদের এতিম বানিয়ে চলে গেলেন পরকালে।সকলের কাছে বাবার জন্য দোয়া চাই।