
নবীগঞ্জ শহরে দিন-দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধ কৃষকের উপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। তবে এ ঘটনায় আটককৃতদের এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি, যা নিয়ে শহরে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামের কৃষক মাসুক মিয়া (৫০) নবীগঞ্জ শহরের প্রাইম ব্যাংক লিমিটেড শাখা থেকে ২০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। ব্যাংক ভবনের নিচ তলায় নামামাত্রই ৪-৫ জন ছিনতাইকারী তার উপর হামলা চালিয়ে চাকু প্রদর্শন করে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়। মাসুক মিয়ার কান্নাকাটি দেখে নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য আবুল কালাম মিটু, সাবেক কাউন্সিলর নিয়ামুল হক, সাবেক ছাত্রনেতা ছমিরুল হক চৌধুরীসহ কয়েকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন। পরবর্তীতে দৌড়ে গিয়ে আরেকজনকে আটক করেন আবুল কালাম মিটু। তবে বাকিরা পালিয়ে যায়। আতঙ্কের মধ্যে ছিনতাইকারীরা ছিনতাই করা টাকা ফিরিয়ে দেয়।
আটক হওয়া দুই ছিনতাইকারী হলো নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের আবদাল মিয়ার ছেলে দিলদার মিয়া ও আবুল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া।
পরে তাদেরকে পুলিশে সোপর্দ করার জন্য পৌরসভার কাউন্সিলর আব্দুস ছোবহানের কাছে হস্তান্তর করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করা হয়নি। এ নিয়ে শহরে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য আবুল কালাম মিটু বলেন, “আমি একজন মুরব্বির কান্না শুনে এগিয়ে যাই। দেখলাম ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নিচ্ছে। তখন স্থানীয় জনগণের সহায়তায় দুজনকে আটক করি। পরে কাউন্সিলর ছোবহানের জিম্মায় দেই তাদের থানায় হস্তান্তরের জন্য। তিনি থানায় দেবেন বলে নিয়ে গেলেও এখনো থানায় দেননি, কেন দেননি জানি না।”
ভুক্তভোগী মাসুক মিয়া জানান, “আমি ব্যাংক থেকে ২০ হাজার টাকা তুলে বের হই। তখন কয়েকজন আমার টাকা ছিনিয়ে নিতে চায়। আমি চিৎকার করলে লোকজন এসে তাদের আটক করে।”
এ ঘটনায় শহরে ক্ষোভের সঞ্চার হয়েছে। শহরে এমন ঘটনার পেছনে প্রভাবশালী গডফাদারদের হাত রয়েছে বলেও দাবি করেন স্থানীয় জনতা। ছিনতাইকারীদের ছাড়াও গডফাদারদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন তারা।