
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুরে অবৈধ ভাবে মাটি ও বালি উত্তোলন করায় আজিজ মিয়া কে ভ্রাম্যমান আদালতে ৯০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ২টায় সহকারী কমিশনার (ভুমি)নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মুজিবুল ইসলাম উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা নগদ ৯০হাজার টাকা অর্খদন্ডে দন্ডিত করা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনে অভিযান অব্যাহত থাকবে। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।সহযোগিতায় ছিলেন মনতলা ও কাশিমপুর ফাঁড়ি পুলিশ।