
হবিগঞ্জের মাধবপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় তেমুনিয়া (মনতলা) এলাকার বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন আলম রিপনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ।
বহড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ মিয়া, মুফতি শফিকুল ইসলাম ডালিম, খাইরুল ইসলাম জালাল, আশরাফুল ইসলাম খোকন ও ছাত্রদল নেতা টিপু চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আলোচনা সভাটি পরিচালনা করেন মাধবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টি।
পরিশেষে বিএনপির নেতৃবৃন্দসহ উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।
বাংলার খবর ডেস্ক : 






















