ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

বাংলার খবর ডেস্ক ॥
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পরপরই এ ঘটনা ঘটে।

চোখে পড়া প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিছিল এসে হঠাৎ করেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায় এবং ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় এলাকায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ।

জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা দলবল নিয়ে এ হামলা চালিয়েছে। শুধু হামলাই নয়, কার্যালয়ের ভেতরে ও বাইরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলেও তাদের অভিযোগ।

এ ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

আপডেট সময় ০৮:৩৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলার খবর ডেস্ক ॥
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পরপরই এ ঘটনা ঘটে।

চোখে পড়া প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিছিল এসে হঠাৎ করেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায় এবং ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় এলাকায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ।

জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা দলবল নিয়ে এ হামলা চালিয়েছে। শুধু হামলাই নয়, কার্যালয়ের ভেতরে ও বাইরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলেও তাদের অভিযোগ।

এ ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।