ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে নিহত সাব্বিরের পরিবারকে পুলিশ সুপারের উপহার সামগ্রী বিতরণ

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক সাব্বির মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের পক্ষে হবিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জামারগাঁও-রাধাপুর গ্রামে গিয়ে নিহত সাব্বিরের পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

এসময় শোকাহত পরিবারকে সান্ত্বনা জানিয়ে এএসপি জহিরুল ইসলাম বলেন, “পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে এটি কেবলমাত্র একটি সামান্য উপহার। আপনাদের কষ্ট আমরা মুছে দিতে পারব না, তবে হবিগঞ্জ জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার কার্যালয় হত্যাকাণ্ডের ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করছে। দ্রুতই সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।”

খাদ্যসামগ্রী বিতরণ ও সমবেদনা জানানো অনুষ্ঠানে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, বিএনপি নেতা আব্দুল বারিক রনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মুরাদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

নবীগঞ্জে নিহত সাব্বিরের পরিবারকে পুলিশ সুপারের উপহার সামগ্রী বিতরণ

আপডেট সময় ১০:৪৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক সাব্বির মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের পক্ষে হবিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জামারগাঁও-রাধাপুর গ্রামে গিয়ে নিহত সাব্বিরের পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

এসময় শোকাহত পরিবারকে সান্ত্বনা জানিয়ে এএসপি জহিরুল ইসলাম বলেন, “পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে এটি কেবলমাত্র একটি সামান্য উপহার। আপনাদের কষ্ট আমরা মুছে দিতে পারব না, তবে হবিগঞ্জ জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার কার্যালয় হত্যাকাণ্ডের ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করছে। দ্রুতই সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।”

খাদ্যসামগ্রী বিতরণ ও সমবেদনা জানানো অনুষ্ঠানে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, বিএনপি নেতা আব্দুল বারিক রনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মুরাদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।