
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণের সূত্র ধরে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি বাস, ১০টি সিএনজি ও পুরো গ্যাস পাম্প ভস্মীভূত হয়। ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে প্রায় ২০ কোটি টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাস ভরার সময় হঠাৎ নলেজ (গ্যাস পাইপ) ছিঁড়ে গেলে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো স্টেশনে ছড়িয়ে পড়ে। পাম্পে থাকা কর্মী ও চালকরা প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন। তিনতলায় অবস্থান করা কয়েকজন কর্মী আতঙ্কে নিচে লাফ দিয়ে গুরুতর আহত হন।
আহতদের মধ্যে পাম্পকর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর দগ্ধ হয়েছেন। আরও চারজন সিএনজি চালক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গ্যাস পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, “আমরা ঘুমে ছিলাম, হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে জেগে উঠি। মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে যায়। প্রাণ বাঁচাতে আমরা তিনতলা থেকে লাফ দিই।”
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, আগুনে পুরো পাম্পসহ ১০ সিএনজি ও একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।