ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo মাধবপুরে মাদকবিরোধী আলোচনা সভা Logo লাখাইয়ে জসনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন Logo একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : মাধবপুরে সাবেক এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo মাধবপুরে জগদীশপুর তেমুনিয়া বাজারে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই Logo লাখাইয়ে ঝুঁকিপূর্ণ ভবনে আগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে ২০০ শিক্ষার্থী Logo শমশেরনগর চা বাগান থেকে বিলীন হচ্ছে ছায়াবৃক্ষ, পরিবেশের ওপর হুমকি Logo হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ যুবক আটক Logo স্কুলের কমিটির সভাপতি পদে স্নাতক পাশ বাধ্যতামূলক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন কর্নেল অলি আহমদ ও রেদোয়ান আহমেদ

একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : মাধবপুরে সাবেক এমপি সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “একটি বিশেষ মহল আসন্ন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তবে জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবেই, কেউ তা রুখতে পারবে না।”

তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যেই দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও সংস্কারের রূপরেখা নিহিত রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
=

বুধবার বিকেলে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমিছিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোঃ ফয়সল বলেন, “৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। হবিগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব নিয়ে দীর্ঘ ১৫ বছর সংগঠনকে শক্তিশালী করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি এবং কাজ করে যাচ্ছি। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর মাধবপুর-চুনারুঘাট এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি, যা আজও বিদ্যমান। অথচ পরবর্তী সময়ে অনেক মন্ত্রী-এমপি সেই ধরনের উন্নয়ন করতে পারেননি।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। এসময় বক্তব্য রাখেন—সাবেক সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সদস্য সচিব কবির খান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়াসহ আরও অনেকে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

error:

একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : মাধবপুরে সাবেক এমপি সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ০৭:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “একটি বিশেষ মহল আসন্ন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তবে জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবেই, কেউ তা রুখতে পারবে না।”

তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যেই দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও সংস্কারের রূপরেখা নিহিত রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
=

বুধবার বিকেলে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমিছিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোঃ ফয়সল বলেন, “৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। হবিগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব নিয়ে দীর্ঘ ১৫ বছর সংগঠনকে শক্তিশালী করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি এবং কাজ করে যাচ্ছি। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর মাধবপুর-চুনারুঘাট এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি, যা আজও বিদ্যমান। অথচ পরবর্তী সময়ে অনেক মন্ত্রী-এমপি সেই ধরনের উন্নয়ন করতে পারেননি।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। এসময় বক্তব্য রাখেন—সাবেক সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সদস্য সচিব কবির খান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়াসহ আরও অনেকে।