
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৭নং ইউনিয়নের জগদীশপুর তেমুনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫৫ মিনিটের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ মেসার্স রিফাত ট্রেডার্স ওষুধের দোকানে আগুন লাগলে মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একাধিক দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপস্থিত লোকজনের সহযোগিতায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা হয়।
পরে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।