
বাংলার খবর ডেস্ক দৈনিক জনকণ্ঠ পত্রিকায় আকস্মিকভাবে ২০ জন সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনায় পত্রিকাটির সকল সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। চাকরিচ্যুত সকল সাংবাদিকই ‘জুলাই বিপ্লব’-এর পক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
শনিবার (২ আগস্ট) বিকেলে জনকণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, “আগস্ট মাস উপলক্ষে জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করে। এর প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজকের সংখ্যা প্রকাশ করি। ফলে আমাদের সবাইকে চাকরিচ্যুত করেছেন সম্পাদক শামিমা এ খান।”
পোস্টে আরও জানানো হয়, এই অস্থির পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত পত্রিকাটির সকল কার্যক্রম বন্ধ থাকবে। কেউ দায়িত্ব নিয়ে প্রকাশে এগিয়ে এলে, সেটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে বলেও উল্লেখ করা হয়।
ঘটনার পর থেকে জনকণ্ঠের ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।