ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু Logo সাতছড়ির গাছপাচার ধামাচাপা দিতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা! Logo নবীগঞ্জে নিহত সাব্বিরের পরিবারকে পুলিশ সুপারের উপহার সামগ্রী বিতরণ Logo ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মাধবপুরে জশনে জুলুস পালিত Logo শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যরা এমপি প্রার্থী হতে পারবেন না Logo মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে প্রায় ৭৪ লক্ষ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ Logo মাধবপুরে দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা Logo মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক Logo খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরাজগঞ্জে স্কুলছাত্রকে যৌন হয়রানি, অভিযুক্ত বিএনপি নেতাকে বহিষ্কার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ৬৯৩ Time View

দশম শ্রেণির স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে (৪৫) দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের বাসিন্দা।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, তাঁর বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এরই মধ্যে চৌহালী উপজেলা বিএনপি তাঁর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতাও পায়। পরে তাঁর বিরুদ্ধে জেলা বিএনপির কাছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন তাঁরা।

তিনি আরও বলেন, তাঁদের সুপারিশের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের নির্দেশে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী আপনাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে ১২ জানুয়ারি রাতে জুয়েল রানা ফকিরকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশসহ একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা বিএনপি। এরপর ১৩ জানুয়ারি রাতে যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী থানায় অভিযুক্ত জুয়েল রানাকে একমাত্র আসামি করে একটি মামলা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

error:

সিরাজগঞ্জে স্কুলছাত্রকে যৌন হয়রানি, অভিযুক্ত বিএনপি নেতাকে বহিষ্কার

আপডেট সময় ১২:১৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

দশম শ্রেণির স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে (৪৫) দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের বাসিন্দা।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, তাঁর বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এরই মধ্যে চৌহালী উপজেলা বিএনপি তাঁর বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতাও পায়। পরে তাঁর বিরুদ্ধে জেলা বিএনপির কাছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন তাঁরা।

তিনি আরও বলেন, তাঁদের সুপারিশের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের নির্দেশে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী আপনাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে ১২ জানুয়ারি রাতে জুয়েল রানা ফকিরকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশসহ একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা বিএনপি। এরপর ১৩ জানুয়ারি রাতে যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী থানায় অভিযুক্ত জুয়েল রানাকে একমাত্র আসামি করে একটি মামলা করেন।