
বাংলার খবর ডেস্ক
সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১৪ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব প্রতিষ্ঠান এখনো ওয়েবসাইট তৈরি করেনি বা ওয়েবসাইট থাকলেও হালনাগাদ করেনি, তাদেরকে জরুরি ভিত্তিতে এই কাজ সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জাতীয় তথ্য বাতায়নের (www.bangladesh.gov.bd) আওতায় সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে আলাদাভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে এবং তা নিয়মিত হালনাগাদ রাখতে হবে।
প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে নিম্নলিখিত তথ্যসমূহ যুক্ত রাখতে হবে:
– প্রতিষ্ঠান পরিচিতি
– পাঠদানের অনুমতি ও স্বীকৃতি
– শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য
– শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য
– শিক্ষক-কর্মচারীর নাম, পাঠদানের রুটিন, পাঠ্যসূচি
– এমপিও এবং যোগাযোগের তথ্য
– অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর
– ব্যবস্থাপনা কমিটির তথ্য
সবশেষে জানানো হয়েছে, উল্লিখিত তথ্যসমূহ ওয়েবসাইটে যুক্ত করে শিক্ষা অধিদপ্তরের EMIS (Education Management Information System) মডিউলে আপলোড করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে।