
স্টাফ রিপোর্টারঃ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নবজোয়ার তরুণ সংঘ প্রতি বছরের মতো এবারও মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে দু’শতাধিক অসচ্ছল ও গরীব পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম বাবু, জিয়াউর রহমান, ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা বাইজিদ মিয়া, উপদেষ্টা মোঃ আশরাফ উদ্দিন, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আফসার চৌধুরী।
পরে, ছাতিয়াইন ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক অসচ্ছল ও গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সদস্য এইচকে উজ্জ্বল উল্লাহ।