
বাংলার খবর ডেস্ক:
দেশের যেসব বেসরকারি স্কুল ও কলেজে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তার মনোনীত কোনো প্রতিনিধি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করেছে।
শনিবার (১৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এই পরিপত্র প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ অ্যাডহক কমিটিগুলোর ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হলো।
পরিপত্রে আরও জানানো হয়, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং–১৬৭৫৭/২০১৫ মামলার প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর জারি করা বোর্ডসমূহের অ্যাডহক ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত পরিপত্র তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেই কারণে আন্তর্বর্তী এই দায়িত্ব ইউএনও ও ডিসিদের ওপর ন্যস্ত করা হলো।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, নতুন কমিটি গঠন বা আইনগত জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়— তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
বাংলার খবর ডেস্ক : 


























