
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও বিভ্রান্তিমূলক প্রচারণার প্রতিবাদে শেরপুরে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ আগস্ট, রবিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও জেলার বিভিন্ন এলাকা থেকে আগত হোমিওপ্যাথিক চিকিৎসকরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। এতে চিকিৎসকদের পেশাগত সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বক্তারা উল্লেখ করেন, হোমিওপ্যাথিক চিকিৎসা একটি স্বীকৃত ও আইনসম্মত চিকিৎসা পদ্ধতি যা ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩’-এর আওতায় পরিচালিত হয়ে থাকে। তাই বিএমডিসির এ বিষয়ে বিচার বা নিয়ন্ত্রণের কোনো এখতিয়ার নেই।
এ সময় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আজিজুর রহমান, সিনিয়র শিক্ষক ডা. মো. আবুল কাসেম, ডা. মো. হাফিজুর রহমান লাভলু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. মো. জাহিদ আনোয়ার, ডা. মো. আব্দুর রাজ্জাক, ডা. মো. আব্দুর রহিম, ডা. মো. আশরাফুল আলম, ডা. মো. মাহমুদুল হক ও ডা. মো. কামরুল হাসান প্রমুখ।
বক্তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি। তাই এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রম রোধে সরকারের কাছে সঠিক তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকদের অধিকার, সম্মান ও আইনসঙ্গত পরিচিতি রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে জাতীয় পর্যায়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।