
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুটি পৃথক মামলায়—
১। রুহুল আমিন (ঠিকানা: এক্তিয়ারপুর) কে ১ লাখ ৫০ হাজার টাকা
২। মিয়াব আলী (সাং: আশ্রবপুর) কে ৫০ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযানে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, মনতলা ও কাশিমপুর ফাঁড়ি পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।