
মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছালেহাবাদ মুহিয়্যূচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গভার্নিংবডি ও ম্যানেজিং কমিটির ৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সালেহ আহমাদ। মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান আহমদ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল হাই। দাতা সদস্য মো. আব্দুল ওয়াহেদ এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মহব্বত আলী, মো. সাহেদুল আলম ও মো. হাবিবুর রহমান। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল ওয়াহেদ চৌধুরী ও মো. ইমরান হাসান।
নবনির্বাচিত সভাপতি হাসান আহমদ একজন ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে ফ্রেন্ডস সোশ্যাল ফাউন্ডেশন (FSF)-এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মরহুম মর্ত্তুজা আলীর সুযোগ্য পুত্র তিনি।
দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে হাসান আহমদ বলেন— “ঐতিহ্যবাহী প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ছালেহাবাদের এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় আমানত। আমি সর্বোচ্চ চেষ্টা করবো মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে। আল্লাহ যেন আমাকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তৌফিক দেন। আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময় কাম্য।”