
পারভেজ হাসান, লাখাই থেকে:
লাখাই উপজেলার মনতৈল গ্রামের যুবক ও প্রবাসীদের যৌথ উদ্যোগে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে মাঠটি নিচু ও অসমতল থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমে সমস্যা হচ্ছিল।
২৫ আগস্ট সোমবার সকালে গ্রামের যুবসমাজ এবং বিদেশে অবস্থানরত প্রবাসীরা নিজেদের অর্থায়নে মাটি ভরাট করে মাঠটি উঁচু ও খেলার উপযোগী করে তোলার মহৎ উদ্যোগ নেন। তাদের এই সম্মিলিত প্রচেষ্টা ইতোমধ্যেই স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
মাঠ সংস্কার সম্পন্ন হলে শিক্ষার্থীরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। পাশাপাশি মাঠটি গ্রামীণ সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানেও ব্যবহৃত হবে। এই উদ্যোগ গ্রামীণ যুবকদের ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।