
মাধবপুর প্রতিনিধিঃ-
৩৬০ আউলিয়ার সফর সঙ্গী হযরত আলী শাহ্ (রা:)’ মাজারে ১১ দিনব্যাপী আনুমানিক ২০১তম পবিত্র বার্ষিক ওরস মোবারক প্রতি বছরের ন্যায় এবারও ১৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ২রা ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হবে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী আলিনগর মাজার শরিফে এই ওরস শেষ হবে বুধবার ১২ই ফেব্রুয়ারি।
মাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মামুন ও সভাপতি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল বলেন, ইতিমধ্যে
১১ দিনব্যাপী বার্ষিক ওরস মোবারক সফল করার লক্ষ্যে আমাদের সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। স্থানীয় সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, প্রশাসনের সহযোগিতায় অতীতের ন্যায় এবারও বাস্তাবায়ন হবে। ওরস
উপলক্ষে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতি বছর হাজার হাজার ভক্ত আশেকান এখানে সমবেত হন এবং তাঁরা মাজার জিয়ারত, কোরআন তিলাওয়াত, জিকির আসকারে মশগুল হন। এরই মধ্যে ওরস মোবারকে ভক্ত-আশেকানরা যাতে নির্বিঘ্নে মাজার শরিফে আসতে পারেন এবং মাজার জিয়ারত শেষে বাড়ি ফিরতে পারেন তার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।
আশিকুর রহমান মামুন আরো জানান, এরই মধ্যে বিভিন্ন জেলা উপজেলা থেকে ভক্ত-আশেকানরা কাফেলা নিয়ে মাজার শরিফে আসতে শুরু করেছেন। ১২ই ফেব্রুয়ারি ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস মোবারক শেষ হবে।