
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ,মাধবপুরে গৌরবময় এক উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে উপজেলার অপরুপা বালিকা বিদ্যায়তনের হলরুমে এই অনুপ্রেরণামূলক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের সাবেক ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ মহসিন কবির।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহকারী অধ্যাপক এ.কে.এম. নূরুল ইসলাম, প্রধান শিক্ষক আক্তার হোসেন, অলিউল্লাহ, অধ্যক্ষ মুফতি শফিকুল ইসলাম ডালিম, মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষক জামিল উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন, শিক্ষক আল মাসুদ লোকমান, সৈয়দ বোরহান উদ্দিন ও মরিয়ম আক্তার।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া ও শুভ কামনা জানান এবং এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে ১০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সম্মাননা সনদ ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।