ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে জুতা চুরির পর ‘পিস্তল’ দিয়ে ভয় দেখাল যুবক, অতঃপর…

Oplus_131072

বাংলার খবর ডেস্কঃ
রাজধানীর পান্থপথে মসজিদ থেকে জুতা চুরির পর প্রকাশ্য দিবালোকে ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টা করেছেন ইবতেশাম রহমান আলফি (১৮) নামে এক যুবক। পরে তাকে আটক করেছে পথচারী ও পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে এই ঘটনা ঘটে।
ইবতেশাম রহমান আলফি মোহাম্মদপুরের বাসিন্দা ও নিজেকে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে দাবি করেন।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) রাজিব গায়েন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসল বলে মনে হচ্ছে। কিন্তু, এতে কোনো গুলি ছিল না।

তিনি আরও জানান, এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ভেতরের মসজিদে নামাজ পড়ে কয়েকজন যুবক বের হয়ে দেখেন তাদের একজনের জুতোজোড়া নেই। পরে ওই যুবকরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন যুবককে শনাক্ত করেন। বাইরে বেরিয়ে তারা ফুটেজে দেখা যুবকের মতো একজনকে দেখে তাকে চ্যালেঞ্জ করে।
রাজিব গায়েন বলেন, সন্দেহভাজন ওই যুবক তখন কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখালে, তারা পিছিয়ে যায়। এ অবস্থায় ওই রাস্তা দিয়ে রিকশায় যাওয়ার সময় একজন ‌‌‘ছিনতাইকারী’ বলে চিৎকার করেন। তখন ওই এলাকায় হইচই শুরু হলে সন্দেহভাজন যুবক পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সের দিকে পালানোর চেষ্টা করলে সেখানে ট্রাফিক পুলিশের সাব-ইনস্পেক্টর খবির হোসেন তাকে আটকে ফেলেন।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
এ বিষয়ে খবির হোসেন বলেন, আমি তখন ট্রাফিক লঙ্ঘন করা কিছু গাড়িকে জরিমানা করছিলাম। হঠাৎ দেখি পথচারীরা পিস্তলসহ এক যুবককে আটকের চেষ্টা করছে। আমি ওই যুবককে আটকানোর চেষ্টা করি, কিন্তু সে ছুটে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় ও পথচারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। আমিও ব্যথা পেয়েছি।
একপর্যায়ে পিস্তলসহ আলফিকে আটক করে পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয় ও কলাবাগান থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি। তবে আটক যুবক জানান, ‘পিস্তলটি’ খেলনার ছিল ও টাকার প্রয়োজনে তিনি চুরি করেছেন।

এ বিষয়ে কলাবাগান থানার (ওসি) আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, এটি খেলনা পিস্তল, কিন্তু দেখতে আসলের মতো মনে হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

Liton Bin Islam

জনপ্রিয় সংবাদ

মসজিদে জুতা চুরির পর ‘পিস্তল’ দিয়ে ভয় দেখাল যুবক, অতঃপর…

আপডেট সময় ০৯:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বাংলার খবর ডেস্কঃ
রাজধানীর পান্থপথে মসজিদ থেকে জুতা চুরির পর প্রকাশ্য দিবালোকে ‘পিস্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টা করেছেন ইবতেশাম রহমান আলফি (১৮) নামে এক যুবক। পরে তাকে আটক করেছে পথচারী ও পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে এই ঘটনা ঘটে।
ইবতেশাম রহমান আলফি মোহাম্মদপুরের বাসিন্দা ও নিজেকে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে দাবি করেন।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) রাজিব গায়েন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসল বলে মনে হচ্ছে। কিন্তু, এতে কোনো গুলি ছিল না।

তিনি আরও জানান, এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ভেতরের মসজিদে নামাজ পড়ে কয়েকজন যুবক বের হয়ে দেখেন তাদের একজনের জুতোজোড়া নেই। পরে ওই যুবকরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজন যুবককে শনাক্ত করেন। বাইরে বেরিয়ে তারা ফুটেজে দেখা যুবকের মতো একজনকে দেখে তাকে চ্যালেঞ্জ করে।
রাজিব গায়েন বলেন, সন্দেহভাজন ওই যুবক তখন কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখালে, তারা পিছিয়ে যায়। এ অবস্থায় ওই রাস্তা দিয়ে রিকশায় যাওয়ার সময় একজন ‌‌‘ছিনতাইকারী’ বলে চিৎকার করেন। তখন ওই এলাকায় হইচই শুরু হলে সন্দেহভাজন যুবক পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সের দিকে পালানোর চেষ্টা করলে সেখানে ট্রাফিক পুলিশের সাব-ইনস্পেক্টর খবির হোসেন তাকে আটকে ফেলেন।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
এ বিষয়ে খবির হোসেন বলেন, আমি তখন ট্রাফিক লঙ্ঘন করা কিছু গাড়িকে জরিমানা করছিলাম। হঠাৎ দেখি পথচারীরা পিস্তলসহ এক যুবককে আটকের চেষ্টা করছে। আমি ওই যুবককে আটকানোর চেষ্টা করি, কিন্তু সে ছুটে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় ও পথচারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। আমিও ব্যথা পেয়েছি।
একপর্যায়ে পিস্তলসহ আলফিকে আটক করে পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয় ও কলাবাগান থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি। তবে আটক যুবক জানান, ‘পিস্তলটি’ খেলনার ছিল ও টাকার প্রয়োজনে তিনি চুরি করেছেন।

এ বিষয়ে কলাবাগান থানার (ওসি) আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, এটি খেলনা পিস্তল, কিন্তু দেখতে আসলের মতো মনে হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।