
রায়হান আহমেদ সম্রাট,বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে এস.এম. ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সল। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. ফয়সল বলেন, “এই শিক্ষাবৃত্তি কোনো দান নয়, এটি আমাদের দায়বদ্ধতা। আমাদের সন্তানদের মধ্যে অনেকেই প্রতিভাবান, কিন্তু অর্থের অভাবে পিছিয়ে পড়ে। তাদের পথ সুগম করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমি বিশ্বাস করি, এই শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এবং দেশপ্রেমিক নাগরিক গড়ে উঠবে। সায়হাম গ্রুপ সবসময় শিক্ষার উন্নয়নে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফকরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ। আরও উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী এবং বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গংগেষ চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক জুনায়েত লস্কর।
এবারের শিক্ষাবৃত্তিতে ৯টি বিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে। আগামী পর্যায়ে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার ১,৬০০ শিক্ষার্থীর মধ্যে ৩২ লাখ টাকা বিতরণ করা হবে।