
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ।
হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী ইটাখোলা ফাজিল মাদ্রাসায় এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি, সায়হাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমির হোসেন জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এস এফ এ এম শাহজাহান এবং চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তুফা সোহেল।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান, নৈতিকতা এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে ইসলামী শিক্ষার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।