
বাংলার খবর ডেস্কঃ
হবিগঞ্জের মাধবপুরে Madhabpur titil Dot net নামক প্রতিষ্ঠান কে ২ লক্ষ টাকা জরিমানা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
জানা যায়, প্রতিষ্ঠানটি লাইসেন্স এর নির্ধারিত এরিয়ার বাহিরে অবৈধ ইন্টারনেট সেবা প্রদান করে আসছিল এবং অবৈধ রিসেলার/ ডিস ব্যবসায়ীদের দ্বারা ইন্টারনেট সেবা প্রদান করে কমিশনের DIS পোটালে সঠিক তথ্য প্রদান না করে, অবৈধ POP এর সংযুক্ত সকল গ্রাহকের IP LOG সংরক্ষণ না করে এক দেশ এক রেট যথাযথভাবে বাস্তবায়ন না করা ও গ্রাহকের SAF FORM ও NID সংরক্ষণ না করার মাধ্যমে লাইসেন্সের শর্ত ও বিটিআরসির নির্দেশনাসমূহ ভঙ্গ করায় উক্ত প্রতিষ্ঠান কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
যথাসময়ে মধ্যে জরিমানা বাবদ দুই লক্ষ টাকা
কর্তৃকের নিকট জমা না করিলে উক্ত প্রতিষ্টানের
লাইসেন্স বাতিল করা হবে বলে জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।