ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম একক সমাবেশে আজ দুই বিষয়ে বার্তা দেবে জামায়াত Logo সরকারই উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে : ড. রেদোয়ান Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত Logo নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না — এড. আমিনুল ইসলাম Logo মাধবপুরে সাপের কামড়ে মহিলার মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ Logo জুড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার Logo মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo মনতলা বিজিবি ক্যাম্পের পাশ থেকে লাশ উদ্ধার Logo নবীগঞ্জে বিষয়টি মীমাংসার জন্য প্রশাসনের সালিশ কমিটি গঠন

লাখাইয়ে মাদনা বাজারের সরকারি মার্কেট দখলে, ইজারায় বাধা

স্টাফ রিপোর্টার লাখাই (হবিগঞ্জ): লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা বাজারে সরকারি মহিলা মার্কেটসহ বিভিন্ন স্থাপনা দখল করে রেখেছে একদল ব্যবসায়ী। ফলে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ইজারা আদায় থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ইজারাদার আবুল কালাম মিয়া।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

জানা যায়, বেগুনাই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে আবুল কালাম মিয়া ১লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত এক বছরের জন্য সরকারি বিধি অনুযায়ী মাদনা বাজারের ইজারা নেন। কিন্তু ইজারা পাওয়ার পর বাজারের মহিলা মার্কেট, নৌ ঘাট ও অন্যান্য সরকারি স্থানে ইজারা আদায়ে বাধা সৃষ্টি করেন স্থানীয় দখলদার ব্যবসায়ীরা।

আবুল কালাম মিয়া বলেন, “সরকারি অনুমোদন থাকার পরও আমি এখন পর্যন্ত মহিলা মার্কেট, নৌ ঘাট কিংবা অন্যান্য সরকারি স্থানে ইজারা আদায় করতে পারিনি। নৌ ঘাটে ইজারার কথা বললে কেউ স্বীকার করে না, বরং বাধা দেয়।”

তিনি আরও জানান, বাজারের মহিলা মার্কেট দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন মাদনা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অমূল্য রায় এবং অন্যান্য দোকানগুলো দখলে রেখেছেন সম্ভু, বিষ্ণুসহ কয়েকজন ব্যবসায়ী।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিলা মার্কেটের প্রতিটি কক্ষ দখল করে ধান, চাল ও অন্যান্য সামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছে। মার্কেটের দখলদারিত্বের বিষয়টি স্বীকার করে অমূল্য রায় বলেন, “আমি একা নই, কিরণ মাস্টারসহ আরও অনেকে দখলে রেখেছে। আমরা কোনো ইজারা দিই না।”

বাজারের ব্যবসায়ী মানিক দাস, কৃষ্ণ রায়, প্রাণেশ সরকার প্রমুখ জানান, তাদের কাছ থেকে কোনো ধরনের ইজারা নেওয়া হয়নি। নৌ ঘাটের মাঝি জমাল মিয়াও জানান, “আমরা কোনো নৌকার ইজারা দিইনি, কেউ টুলও নেয়নি।”

এ বিষয়ে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ বলেন, “সরকারি মার্কেট থেকে ইজারা আদায় করার অধিকার ইজারাদারের রয়েছে। কেউ দখলে রাখলে বিষয়টি দেখা হবে।” তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম একক সমাবেশে আজ দুই বিষয়ে বার্তা দেবে জামায়াত

error:

লাখাইয়ে মাদনা বাজারের সরকারি মার্কেট দখলে, ইজারায় বাধা

আপডেট সময় ০৫:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

স্টাফ রিপোর্টার লাখাই (হবিগঞ্জ): লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের মাদনা বাজারে সরকারি মহিলা মার্কেটসহ বিভিন্ন স্থাপনা দখল করে রেখেছে একদল ব্যবসায়ী। ফলে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ইজারা আদায় থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ইজারাদার আবুল কালাম মিয়া।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

জানা যায়, বেগুনাই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে আবুল কালাম মিয়া ১লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত এক বছরের জন্য সরকারি বিধি অনুযায়ী মাদনা বাজারের ইজারা নেন। কিন্তু ইজারা পাওয়ার পর বাজারের মহিলা মার্কেট, নৌ ঘাট ও অন্যান্য সরকারি স্থানে ইজারা আদায়ে বাধা সৃষ্টি করেন স্থানীয় দখলদার ব্যবসায়ীরা।

আবুল কালাম মিয়া বলেন, “সরকারি অনুমোদন থাকার পরও আমি এখন পর্যন্ত মহিলা মার্কেট, নৌ ঘাট কিংবা অন্যান্য সরকারি স্থানে ইজারা আদায় করতে পারিনি। নৌ ঘাটে ইজারার কথা বললে কেউ স্বীকার করে না, বরং বাধা দেয়।”

তিনি আরও জানান, বাজারের মহিলা মার্কেট দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন মাদনা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অমূল্য রায় এবং অন্যান্য দোকানগুলো দখলে রেখেছেন সম্ভু, বিষ্ণুসহ কয়েকজন ব্যবসায়ী।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিলা মার্কেটের প্রতিটি কক্ষ দখল করে ধান, চাল ও অন্যান্য সামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছে। মার্কেটের দখলদারিত্বের বিষয়টি স্বীকার করে অমূল্য রায় বলেন, “আমি একা নই, কিরণ মাস্টারসহ আরও অনেকে দখলে রেখেছে। আমরা কোনো ইজারা দিই না।”

বাজারের ব্যবসায়ী মানিক দাস, কৃষ্ণ রায়, প্রাণেশ সরকার প্রমুখ জানান, তাদের কাছ থেকে কোনো ধরনের ইজারা নেওয়া হয়নি। নৌ ঘাটের মাঝি জমাল মিয়াও জানান, “আমরা কোনো নৌকার ইজারা দিইনি, কেউ টুলও নেয়নি।”

এ বিষয়ে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ বলেন, “সরকারি মার্কেট থেকে ইজারা আদায় করার অধিকার ইজারাদারের রয়েছে। কেউ দখলে রাখলে বিষয়টি দেখা হবে।” তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।