
হবিগঞ্জের মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (২৭ মে) রাত ১০টার দিকে মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল মুক্তিযোদ্ধা চত্বরের দক্ষিণ পাশে, ঢাকা-সিলেট মহাসড়কের ওপর জনৈক সাজিদুর রহমানের দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ নাজিম উদ্দিন প্রকাশ জামিল (২৭) গ্রেপ্তার করা হয় উল্লেখিত পরিমান ইয়াবাসহ। সে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের আলাউদ্দিনের ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।