
জামালপুর-৫ আসন থেকে টানা চারবার নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি (সংসদ সদস্য) ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরাকে তার স্ত্রীসহ আটক করেছে পুলিশ। ২৭ মে মঙ্গলবার বিকালে শেরপুরের সাব-রেজিস্টার অফিস থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও সাব- রেজিস্টার অফিসের প্রত্যক্ষদর্শীগণ জানান সাবেক এ ভূমিমন্ত্রী শেরপুরে জমির দলিল করতে সাব-রেজিস্ট্রার অফিসে এলে স্থানীয়রা তাকে দীর্ঘক্ষণ আটক করে রাখেন।
পরে স্বৈরাচার সরকারের সাবেক এ এমপি ও মন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করতে থাকে। পরে জনতার দাবীর মুখে এক পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ জনতারদাবী শুনে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করে পুলিশ ভ্যানে করে থানার উদ্দেশ্যে নিয়ে যায়।সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার আটকের কথা ছড়িয়ে পড়লে শেরপুর ও জামালপুরের অসখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়াও বর্তমান অন্তবর্তি সরকারের নিকট তাঁর অতীতের সকল দুর্নীতি তদন্ত করে তাঁর বিরুদ্ধে শাস্তির দাবি জানান।
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক হওয়ায়
গণমাধ্যমকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আমরা সাবেক এমপি ও ভূমিমন্ত্রীর আটকের সংবাদটি শুনেছি এবং তাকে শেরপুর থেকে জামালপুর জেলা পুলিশের কাছে সোপর্দ করা হবে।