
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির অভিযানে ৮ কেজি গাঁজাসহ নয়ন মণ্ডল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ মে ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে তেলিয়াপাড়া ফাঁড়ির এসআই জয় পাল-এর নেতৃত্বে এএসআই হান্নানসহ একটি পুলিশ টিম নোয়াহাটি বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে নয়ন মণ্ডলকে আটক করা হয়। পরে তার কাঁধে ঝুলানো ব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক নয়ন মণ্ডলের পিতার নাম মৃত প্রদীপ মণ্ডল। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ঠাকুরপাড়া এলাকায়।
পুলিশ জানায়, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।