
হবিগঞ্জ জেলার মাধবপুর বাজার এলাকায় র্যাব-৯ এর একটি সফল অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় আরও এক অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়।
বুধবার (২২ মে) রাত আনুমানিক ২টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রুবেল (২৮), পিতা- মৃত ইনু মিয়া, সাং- হাজিপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
অভিযানে পলাতক ব্যক্তির নাম পারভেজ মিয়া (৩৫), পিতা- মৃত গেদু মিয়া, সাং- ইসলামাবাদ, নোয়াপাড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
র্যাব-৯ এর সদস্যরা ঘটনাস্থল থেকে মোট ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং গ্রেফতারকৃত রুবেলকে মাধবপুর থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।