
সিলেট বিভাগে জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার চৌমুহনী চত্বরে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. মাহবুল আলম শামীম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন এপিপি অ্যাডভোকেট বিল্লাল হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মো. সিরাজুল ইসলাম সিরাজী, অ্যাডভোকেট ড. আবু তাহের, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের সহ সভাপতি স্বপন কুমার দেব, সাধারণ সম্পাদক চৌধুরী জুসেফ আলী, যুগ্মা সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, তাওহীদ ইসলাম, মো. জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত খান, সাংবাদিক পিন্টু দেবনাথ,জ্যোতিময় চক্রবর্তী, আশরাফ উদ্দিন হিরো, সাংবাদিক মোনায়েম খান, ইকবাল হোসেন পাভেল, জালাল চৌধুরী, রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, সিলেট বিভাগ নিয়ে কোনো টালবাহানা মেনে নেয়া হবে না। চট্টগ্রামের সঙ্গে সিলেটকে যুক্ত করার চক্রান্ত প্রতিহত করতে হবে। তারা বলেন, সিলেট বিভাগ নিয়ে জালালাবাদ প্রদেশ গঠনের দাবি অনেক পুরনো। তাই সংস্কার কমিশনের সুপারিশ মতে বাংলাদেশকে কয়েকটি প্রদেশে ভাগ করতে হলে বৃহত্তর সিলেটের ৪ জেলা নিয়ে একটি প্রদেশ গঠন হবে যুক্তিযুক্ত। চট্টগ্রামের সঙ্গে যুক্ত করা হবে অবাস্তব ও অযৌক্তিক। চট্টগ্রামের সঙ্গে সিলেটকে যুক্ত করে প্রদেশ করলে সিলেট হবে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত।
সিলেট বিভাগের অধিকাংশ মানুষ ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে বসবাস করেন, তাদের রেমিটেন্সে বাংলাদেশে এসে অর্থনৈতিক চালিকা শক্তিশালী হচ্ছে। গ্যাস, তেল, চা বাগান, খনিজ সম্পদ, বন, পাহাড়, হাওর, পর্যটকসহ অসংখ্য বিস্তৃত সিলেট বিভাগ। বক্তারা দ্রুত সিলেট বিভাগকে আলাদা করে জালালাবাদ প্রদেশ করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান।