
(আন্তর্জাতিক সংবাদ)
ফিলিস্তিনের গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। উল্টো এই সময়ের পর গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ২৫ ফিলিস্তিনি। আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে আল-জাজিরার লাইভে বলা হয়, উত্তর গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনজন। অন্যদিকে গাজা সিটিতে নিহত হয়েছেন পাঁচজন। এ ছাড়া ইসরায়েলি হামলায় ২৫ জন আহত হয়েছেন।
অপর দুজন কোথায় নিহত হয়েছেন, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।