
মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: সাংবাদিক, লেখক, শিক্ষক ও ইসলামিক ব্যক্তিত্ব মুফতি মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম খান সাহেবের ছবি ফেসবুকে ব্যবহার করে একটি কুচক্রি মহল দীর্ঘদিন যাবৎ ফেসবুকে ভুয়া আইডি ও পেইজ খোলে মানুষের সাথে প্রতারণা করে আসছে।
সে বিষয়টি সম্পর্কে গত ৩০ এপ্রিল তিনি তার এক ছাত্রের মাধ্যমে অবগত হওয়ার পর হবিগঞ্জ জেলাধীন মাধবপুর থানায় গতকাল ৫ মে (সোমবার) বিকাল বেলায় সাধারণ ডায়েরি করেছেন।
তিনি বলেন, আমি Journalist Nazrul Islam khan ফেসবুক আইডি ব্যবহার করি গত ৩০ এপ্রিল ২০২৫ তারিখে দুপুর ১২ ঘটিকায় দেখা যায় যে অজ্ঞাতনামা কে বা কারা Mofti Yousuf kobiraj (মুফতি ইউসুফ কবিরাজ) নামক ফেসবুক আইডি এবং মুফতি ইউসুফ কবিরাজ নামক পেইজে আমার ছবি ব্যবহার করে আসছে।
বর্ণিত ব্যক্তি বা ব্যক্তিরা ফেসবুকে আপত্তিকর পোষ্ট করে আমার মান-সম্মান নষ্টসহ যে কোন ধরনের ক্ষতি সাধন করতে পারে। তাই মাধবপুর থানায় ৫মে ২০২৫ (সোমবার) সাধারণ ডায়েরি করেছি। জিডি নং ২৩৮।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন বলেন, কুচক্রি ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে