
সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্মাণাধীন ভবনের নিচে গোপন ঘরে এক বৃদ্ধ ও এক নারীকে মাসের পর মাস আটকে রাখার ঘটনায় গ্রেপ্তার গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই ‘মিনি আয়নাঘর’ ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৪ মে) বিকেল ৪টার দিকে রায়গঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। যদিও পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আসলাম হোসেন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদনও করা হয়েছে।