
*নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:*
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক দুই ভাইকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভূমিহীন) গ্রামের সুমন্ত করের পুত্র অমর কর (৩৫) এবং তার ছোট ভাই সুমন কর (৩৩)।
গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের দিকনির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির এস.আই. অনিক পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ইনাতগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন পিপিএম বলেন, “গ্রেফতারকৃতরা নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী ছিল। তাদের দীর্ঘদিন ধরে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছিল। অবশেষে আমরা সফলভাবে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত দুই ভাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
এলাকায় তাদের গ্রেফতার করার পর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।