
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ মাধবপুর থানাধীন আন্দিউড়া নামক স্থানে সিলেটগামী লেইনে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা মহিলার লাশ পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বিষয়টি পিবিআই এর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ হায়তুন-নবী কে অবগত করেন। তৎক্ষনাৎ ১৬ ফেব্রুয়ারী পুলিশ সুপার নির্দেশে অজ্ঞাতনামা লাশটির পরিচয় সনাক্তের জন্য পিবিআই, হবিগঞ্জ এ কর্মরত এস.আই (নিঃ) সুজিত কুমারের নেতৃত্বে একটি ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর অজ্ঞাতনামা লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহপূর্বক লাশের পরিচয় শনাক্ত করে। ফিঙ্গারপিন্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে
মৃত ব্যক্তির নামঃ মোছা: কুবেরা বেগম (৩৫) , পিতা-ছানু মিয়া, মাতা-ফাতেমা খাতুন।
স্থায়ী ঠিকানা- জিরুন্ডা, কাতলা বাড়ী, মোড়াকরি ইউ/পি, থানাঃ লাখাই , জেলাঃ হবিগঞ্জ।