ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুনিয়া বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় দেবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে মোঃ শফিক ইসলামকে আটক করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করে সেনা সদস্যরা। পরে আটককৃতকে জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০২:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুনিয়া বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় দেবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে মোঃ শফিক ইসলামকে আটক করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করে সেনা সদস্যরা। পরে আটককৃতকে জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।