
বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ডা. ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক একেএম সেলিম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক, তথ্য বিভাগের উপপরিচালক ও সমাজসেবার সহকারী পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।
সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু ও কিশোর-কিশোরীদের সম্পূর্ণ বিনামূল্যে টাইফয়েড প্রতিরোধী নিরাপদ ও কার্যকর টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, জনস্বার্থে এই ক্যাম্পেইন সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।