
বাংলার খবর ডেস্কবাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কিছু কর্মী ও নেতারা ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করতে পারে। এ কারণে সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে এসবি।
এসবি’র রাজনৈতিক উইং থেকে পাঠানো এক গোপন চিঠিতে বলা হয়— ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি ঘিরে বিভিন্ন সরকারবিরোধী দল ও সংগঠন কর্মসূচি গ্রহণ করছে। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এই সময়কালকে “বিশেষ গুরুত্বপূর্ণ” হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।
চিঠিতে ডিএমপি, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম-খুলনা অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ও সকল জেলা পুলিশ সুপারদের উদ্দেশ্যে সাতটি স্পষ্ট নির্দেশনা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে:
– রাজনৈতিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ
– সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নজরদারি
– সরকারি-বেসরকারি স্থাপনায় বাড়তি নিরাপত্তা
– মোটরসাইকেল, মাইক্রোবাসসহ যানবাহনে তল্লাশি
– টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরে নজরদারি
– মোবাইল টহল ও সাইবার মনিটরিং জোরদার
– গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল
পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ গঠন করে অস্থিরতা ছড়াতে সক্রিয় ভূমিকা রাখছে।
এছাড়া, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমে জানান, “আওয়ামী লীগের দোসররা বিদেশি অর্থে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার এমন যেকোনো অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলা করবে।”