
বাংলার খবর ডেস্ক জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এনটিভির স্টাফ রিপোর্টার এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা-র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যনির্বাহী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি, সাবেক সভাপতি জিএম বাবুল, সহসভাপতি শাহরিয়ার মিল্টন, প্রভাষক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, শিক্ষক সাইফুল ইসলাম রানু ও আরিফ হাসানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে এনটিভি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। সময়োপযোগী অনুষ্ঠান ও দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান উপস্থাপনায় এনটিভি সব সময়ই এগিয়ে।”
তাঁরা আরও আশা প্রকাশ করেন, “‘সময় ও আগামীর পথে’ এই স্লোগানকে ধারণ করে এনটিভি ভবিষ্যতে আরও জনবান্ধব এবং জনপ্রিয় হয়ে উঠবে।”
আলোচনা সভা শেষে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন: এখন টিভি ও বাসসের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ।