
মাধবপুর প্রতিনিধিঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন” প্রকল্পের আওতায় হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ভাতা প্রদান ও ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং অফিসার খন্দকার খালেদ মোশাররফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাবেক কমিশনার বাবুল হোসেন খান, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির ও ছাত্র সমন্বয়ক মাছুম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি ভাতা বিতরণ করা হয়।