
পারভেজ হাসান লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজারে তীব্র যানজট নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন এবং ছুটির দিনে এই যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়, যার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে অপরিকল্পিত গাড়ি পার্কিং ব্যবস্থাকে। বাজারের প্রধান সড়কের দুই পাশ দখল করে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ছে, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়,বুল্লা বাজারের প্রধান সড়কটির উপর দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু বাজারের নির্দিষ্ট পার্কিং স্থানে পার্কিং না করে, ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি সবই সড়কের উপর পার্ক করা হয়। এতে সড়কের একটি বড় অংশ দখল হয়ে যায় এবং বাকি অংশে যানবাহন চলাচল করতে গিয়ে হিমশিম খায়।পুরু বাজার জুড়েই এ দৃশ্য দেখা যায়।অনেক সময় এমন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।মাঝে মাঝে এই পার্কিংয়ের জন্য ছোটখাটো গ্যাঞ্জাম লেগেই থাকে। যা থেকে বড় বড় গ্যাঞ্জাম তৈরি হয়। বুল্লা বাজারের দুই পাশে নির্দিষ্ট পার্কিংয়ের সাইনবোর্ড থাকলেও ওই জায়গায় কেউ গাড়ি পার্কিং করেনা।সবাই যার যার গাড়ি সিএনজি ইজিবাইক বাস সহ গাড়িগুলো পার্কিং করে বুল্লা বাজারের মেইন রোডের উপরে যার কারনে তৈরি হয় যানজট।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতেও সমস্যা হয়। পণ্য পরিবহনেও বিলম্ব ঘটে, যার ফলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। “আমরা প্রতিদিন এই যানজটের শিকার হচ্ছি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময়মতো পৌঁছাতে পারে না, রোগীরা ভোগান্তির শিকার হন,” বলে জানান একজন স্থানীয় ব্যবসায়ী। “প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া উচিত।”
যানজট নিরসনে ট্রাফিক পুলিশের উপস্থিতি একেবারেই নেই, অপর্যাপ্ত জনবল এবং কার্যকর ব্যবস্থার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন অনেকে। বুল্লা বাজার কমিটির সদস্যরাও স্বীকার করেছেন যে পার্কিং সমস্যার কারণে যানজট সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে নবনির্বাচিত বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া বলেন, আমাদের বুল্লা বাজারে রাস্তার উপরে দুপাশে সিএনজি টমটম ইজি বাইক সহ বিভিন্ন গাড়ির সারিবদ্ধভাবে পার্কিং করার কারণে রাস্তার দু’পাশ বন্ধ থাকে যার ফলে রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যাওয়ার সময় যে কোন গাড়ি যাতায়াত করতেই যানজট তৈরি হয়। তিনি আরো বলেন, আমাদের বুল্লা বাজারে নির্ধারিত পার্কিংয়ের স্থান রয়েছে আমাকে যদি প্রশাসন সহযোগিতা করে তাহলে বুল্লা বাজারে নির্ধারিত স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করবো।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, আমি এ ব্যাপারে বাজার কমিটিকে নিয়ে একদিন বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব।