
জামালপুরে প্রথম বিভাগ ফুটবল লীগ ২০২৫ আয়োজন উপলক্ষে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক প্রথম বিভাগের ১৬টি ক্লাবের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মে রবিবার বিকালে জামালপুর স্টেডিয়ামের মিডিয়া ভবনে ডিএফএ জামালপুরের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন আকন্দ শিশিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, ডিএফএ’র সহ-সভাপতি মাহবুবুর রহমান মানিক, কোষাধ্যক্ষ শিবলী নোমান ইদ্রিস, সদস্য নজরুল ইসলাম মুক্তা, সদস্য কামরুল হুদা পাহলোয়ান স্ট্যালিন, আনোয়ার হোসেন, সদস্য হিজ্জাতুল ইসলাম মিলন, সদস্য মোঃ রবিউল আউয়াল, সদস্য মাহফুজুর রহমান মাসুম, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ও ফুটবল কোচ মোঃ গোলাম মোস্তফা, বেস্ট ইলেভেন ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টুটুল, শাহ্জামাল ক্রীড়া চক্রের প্রতিনিধি জিয়াউল হক জিয়া, অনির্বান ক্রীড়া চক্রের প্রতিনিধি আব্দুল কাইয়ুম প্রমুখ।
সভায় আগামী ২০মে ২০২৫ইং তারিখের মধ্যে সকল ১ম বিভাগ ফুটবল ক্লাবের কার্যনির্বাহী কমিটি (ফ্যাসিস্ট, আওয়ামী দোসর মুক্ত) ও ক্লাবের ব্যাংক একাউন্ট নাম্বার জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
আগামী জুন মাসের ১৫ তারিখের মধ্যে ৪টি গ্রুপে ১৬টি দল অংশগ্রহন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।